মে ২৯, ২০২৩,
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ফিরোজা বেগম (২৯) নামে এক নারীর ট্রেনে কাটা লাশ তিন ঘন্টা পর রেললাইন থেকে উদ্ধার করেছে রেল পুলিশ।
রোববার (২৮ মে) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার অটোরাইস মিলের পেছনে রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফিরোজা বেগম যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাবকাটী গ্রামের মহসীন গাজীর মেয়ে। সে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের গাবুখালী গ্রামে ইমরান হোসেন নামে এক ব্যবসায়ীর চুলের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
মজুমদার অটোরাইস মিলের শ্রমিকরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে যশোরগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। রাত সাড়ে ৭ টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এসে রেললাইনে পড়ে থাকে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে।
একটি লাশ তিন ঘন্টা পর রেললাইন থেকে উদ্ধারের বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
নিহতের বাবা মহসীন গাজী জানান, তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার মেয়ে বাবার বাড়ি মণিরামপুরে চলে আসে।
এরপর সে অভয়নগরের গাবুখালী গ্রামে এক চুলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে। ঘটনার দিন রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে কর্মস্থল চলে যায়। এদিন সন্ধ্যার পর তিনি মেয়ের দুর্ঘটনার খবর জানতে পারেন। তবে বিচ্ছেদের পর থেকে তার মেয়ে মানসিক রোগে ভুগছিল বলে তিনি দাবি করেন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক নারীর দেহ একত্রিত করে উদ্ধার করা হয়। রাত আনুমানিক ৮ টার দিকে খুলনা রেলওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হয়।
খুলনা রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সড়ক পথে আসতে দেরি হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
www.bbcsangbad24.com