আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Estimated read time 1 min read

জুন ২, ২০২৪,

 নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম টিকিট আজ থেকে বিক্রি করা হবে। এদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। যাত্রীদের সুবিধার্থে এবারো শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

কর্ম পরিকল্পনায় বলা হয়েছে, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। 

এতে আরও বলা হয়েছে, ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন, ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন, ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author