জুলাই,৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন আওয়ামী লীগের সোমবারের (৩১ জুলাই) শান্তি সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। কাল আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
রবিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি জানান, “পুরনো বাণিজ্যমেলার মাঠ এখনও ব্যবহারের অনুপযোগী। তাই এখানে আগামীকাল সমাবেশ করলে নেতাকর্মীদের অসুবিধা হতে পারে। তাই এটি বাতিল করা হয়েছে।”
উল্লেখ্য, সোমবার বিএনপিও সারাদেশে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
www.bbcsangbad24.com