দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটি -ইসি আলমগীর

মে, ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটি করপোরেশনে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেছেন, ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। এবং নিরর্বাচন শেষ হওয়া পর্যন্ত থাকবে।

সোমবার (২২ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা বলেন ইসি আলমগীর।

ইসি আলমগীর বলেছেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের গাড়ি ভাঙচুরের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ আসেনি। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

ইসি আরও বলেন, নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনও আছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.