এ সপ্তাহেই জুলাই মাসের গণহত্যার বিচার শুরু

Estimated read time 1 min read

অক্টোবর ১৩,২০২৪

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক জুলাই মাসের গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেছে নেয় সরকার। শেখ হাসিনাসহ একে একে আ. লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে নিয়োগ হলেও বাকি ছিল বিচারক নিয়োগ।

রবিবার  (১৩ অক্টোবর) ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তাজুল ইসলাম জানান, বিচারক নিয়োগের পরই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুম, হত্যা, ও গণহত্যার ৬০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, চলতি সপ্তাহেই এজলাসে বসবেন বিচারকরা। শুরু হবে বিচার প্রক্রিয়া।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author