দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

করিমগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

সেপ্টেম্বর ১০, ২০২২,

করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (২২) নামে এক যুবকে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

অভিযুক্ত মোজাম্মল হক উপজেলার বারঘরিয়া ইউনিয়নের হাসনপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৯ জুন) রাতে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা নিজে বাদী হয়ে করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবক আটকের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

পরদিন আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ধর্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার রাতেই ধর্ষণের শিকার শিশুটিকে কিশোরগঞ্জে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ধর্ষণের ঘটনার বিষয়ে পরিবারের দেয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে শিশুটি তার নিজ বাড়ির পেছনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিলো। তখন প্রতিবেশি যুবক মোজাম্মেল হক তাকে কৌশলে পাশের বাড়িতে ডেকে নিয়ে চাকুর ভয় দেখিয়ে জোরপূর্ব ধর্ষণ করে।

এসময় শিশুটির আত্ম-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে তাৎক্ষনিকভাবে আটক করা হয়। এই ঘটনায় করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.