দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

কাতার বিশ্বকাপ- তিউনিসিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

নভেম্বর ২৬, ২০২২,

নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের বিপক্ষে বড় হারের পর তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে সকারুদের নকআউট নিশ্চিত হয়নি। আশাটা কেবল বেঁচে আছে। তবু বিশ্ব মঞ্চে জয়ের অনুভূতি যে ভিন্ন। ম্যাচের প্রথমার্ধে করা গোলের পর তিউনিসদের একাধিক আক্রমণও যে সামলাতে হয়েছে অস্ট্রেলিয়ার।

ম্যাচের ২৩ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে গোলটি করেন মিশেল ডুকে। গোলটাও এসেছে অসাধারণভাবে। বক্সের বাঁ-প্রান্ত থেকে ক্রস দেন সকারু ফুল ব্যাক। তা তিউনিস ডিফেন্ডারের পায়ে লেগে লাফিয়ে ওঠে। ডুকে হেড করলে লাফিয়ে পড়েন আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়ার গোলরক্ষক। কিন্তু বলের কাছেও যেতে পারেননি তিনি।

শুরুতে ওই গোল খাওয়ার পর তিউনিসিয়া ভালো চারটি আক্রমণ গড়ে তোলে। কিন্তু সমতায় ফিরতে পারেনি। এর মধ্যে ১৯ মিনিটে প্রথম সুযোগটাই তৈরি করেছিল তিউনিসরা। ৭১ মিনিটে তিউনিসিয়ার এক শট গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। ম্যাচের ৪৪ মিনিটে অবশ্য ডুকে হেড থেকে ব্যবধান ২-০ করার সুযোগ হারান।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.