ফেব্রুয়ারি ১৬, ২০২২,
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্ধারিত তারিখ ও সময়ে প্রাণি সম্পদ প্রদর্শনীটি উদ্বোধনের পর স্বাগত ভক্তব্য রাখেন-ডাক্তার শাহিন আহম্মেদ বেটেনারী সার্জন প্রাণীসম্পদ অফিস ইটনা।
পশু পাখি খামারিদের পক্ষে বক্তব্য রাখেন-মোঃ শাজাহান মিয়া ছিলনী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মোঃ সাখাওয়াত হোসেন ভাইস চেয়রম্যান উপজেলা পরিষদ ইটনা, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, ইটনা থানার এস আই মো: হুমায়ুন কবির, চেয়ারম্যান এলংজুরি ইউনিয়ন পরিষদ মোঃ আনোয়র হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) ইটনা মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
পরে মঞ্চে অবস্থিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীতে স্থাপিত ২০টি স্টল ঘুরে ঘুরে দেখে ৯ জন খামারিকে বিশেষ আকর্ষণীয় পুরষ্কার নগদ অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হয়।
উপস্থিত অনান্য খামারিদের মাঝে শান্তনা পুরুস্কার ও সনদ পত্র দেয়ার ঘোষণার মাধ্যমে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পাপ্ত করা হয়।
www.bbcsangbad24.com