দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

কিশোরগঞ্জের ভৈরবে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ফেব্রুয়ারি ২০, ২০২২,

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ৭ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টায় ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল মাঠে ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৬ আসনের সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জনাব ইফতেখার হোসেন বেণু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ ও পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ সাবেক রাষ্টপ্রতির এপি,এস,সাখাওয়াত হোসেন মোল্লা, ভৈরব থানার অফিসার ইনর্চাজ ওসি মো: গোলাম মোস্তুফ।

এ বিষয়ে ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক সুমন মোল্লা জানান, বই বিক্রি ছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নাটক, আবৃত্তি, গুণীজন সম্মানান প্রদান ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকবে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান। এবারের মেলায় ২৫ টি বইয়ের স্টল বসেছে মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.