দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

কুয়াকাটায় দের লাখ মিটার বেহুন্দী জাল জব্দ

মে,২১, ২০২৩

কুয়াকাটা( পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় সরকার ঘোষিত ৬৫ দিন সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞার ১ম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসব জালের বাজার মুল্য রয়েছে প্রায় ৫ লাখ টাকা।

শনিবার (২০ মে) দুপুরের দিকে কুয়াকাটা আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল উদ্ধার করা হয়।

তবে এসময় কোনো জেলেকে আটক করতে পারেনি কুয়াকাটা নৌ-পুলিশ। পরে এসব জাল নদীর তীরে বসে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুমদ্রে অভিযান করে কুয়াকাটা নৌ-পুলিশ।

কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন এলাকা থেকে এসব জাল জব্দ করে মহিপুর খাপড়াভাঙ্গা নদীর তীরে এনে এসব জাল করে পুড়িয়ে ফেলা হয়। অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে এবং  নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.