দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

গজরিয়ায় নাস্তিক শাহিন পাঠানের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

অক্টোবর,০১,২০২০

গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মহান আল্লাহ পাকের নামে কুরুচিপূর্ণ মন্তব্যকারী নাস্তিক শাহীন পাঠানের শাস্তির দাবিতে বিভিন্ন এলাকা ও মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার জুম্মা নামাজ আদায়ের পর বাউশিয়া ইউনিয়নের চরকুমারিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এবং বিকাল সাড়ে চার ঘটিকায় মধ্য বাউসিয়া বাস স্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন এলাকায় ঈমানী তৌহিদী মুসলিম জনতা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে । বিক্ষোভ কারী মুসলিম জনতার দাবি
ও স্লোগান তথাকথিত শাহিন পাঠানের ফাঁসি চাই । নাস্তিক শাহীন পাঠানের বাউশিয়ায় ঠাঁই নাই । জনতার দাবি মানতে হবে মানতে হবে স্লোগানে স্লোগানে মুখরিত করে বিভিন্ন এলাকা । নাস্তিক শাহিন পাঠানের মামলার বাদী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইউনুস প্রধান তার ফেসবুক আইডিতে সর্বসাধারণের অবগতির জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক আইডিতে বলেছেন নাস্তিক শাহিন পাঠানের বিষয় নিয়ে অতি উৎসাহী হয়ে বিশৃঙ্খলা না ঘটানো । বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে ।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.