Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
[vc_row][vc_column]
[/vc_column][/vc_row]গজরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসী চক্র
গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন চৌদ্দকাউনিয়া গ্রামের ইস্টার্ন সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সজীব নামে এক যুবককে একই গ্রামের ৮ থেকে ১০ জন সন্ত্রাসী একটি চক্র কুপিয়ে যখন করেছে । আহত যুবক চৌদ্দকাউমিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে । মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় চৌদ্দকাউনিয়া ইস্টার্ন সংলগ্ন হোগলাকান্দি রাস্তায় এই ঘটনা ঘটেছে । আহত সজীবের চাচাত ভাই মাসুদ রানা এবং সজীবের বাবা নান্নু মিয়া জানান একই গ্রামের মামুন ,রতন, আল আমিন ,শাকিল, রোমান, জয় , ফরহাদ ও মোহাম্মদ আলী সহ ৮ থেকে ১০ জন অবৈধ অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে । প্রত্যক্ষদর্শী আহত সজীবের চাচাতো ভাই মাসুদ রানা আরও জানান সন্ত্রাসী মামুনের হাতে থাকা অবৈধ পিস্তল রেখে চাইনিজ কুড়াল দিয়ে একাধিক বার কুপিয়েছে সজীবকে । আহত সজীবের চাচা আলাউদ্দিন জানান কিছুদিন আগে পাক ঘরের ধোঁয়া নিয়ে শাকিল ও সজীবদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে । সে ঘটনায় শাকিলের মা আহত হয়েছিল । একই ঘটনায় গজারিয়া থানায় মামলা হয় । হামলার শিকার সজীব মামলায় হাজির হয়ে জামিনে বাড়িতে আসেছে । মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বিকালে সজীবের উপর হামলা করে কুপিয়ে যখন করে । আহত সজীব মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে । গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
www.bbcsangbad24.com