নভেম্বর,০৮,২০২২
মুকবুল হোসেন,গজারিয়া (মুন্সীগঞ্জ)
গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়ন আলিপুরা ও নতুন বলাকি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকালে আলিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জন্ম একবার নিবন্ধন একবার (জন্ম ও মৃত্যু ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক স্লোগানে ) ভবেরচর ইউনিয়ন পরিষদ উদ্যোগে ইউপি সচিব মোঃ মোকাররম হোসেন সঞ্চালনায় ২০২১-২০২২ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৭৭জন কোমলমতি শিক্ষার্থীদের কে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে ।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী । আরও বক্তব্য রেখেছেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন,উপজেলা আইটি কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, স্কুল প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান প্রমুখ ।
www.bbcsangbad24.com