জুলাই,০৪,২০২২
মুকবুল হোসেন:
গজারিয়া উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তর উদ্যোগে দেশীয় ফল মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার উপস্থিতিতে ফল মেলা স্টোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর, কৃষি সম্প্রসারণ অফিসার শান্তা ইসলাম,উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ ভূঁই, উপসহকারী কৃষি অফিসার হরিপদ দাস, উপসহকারী কৃষি অফিসার হারুনুর রশিদ ভাইয়া প্রমুখ।
আম ,জাম, প্লাইগোডা, কামরাঙ্গা ,ডাব, জাম্বুরা, পেয়ারা ,বিচি কলা, ডেউয়া ,কাঠ ফলবা কাট লিচু, করমচা, সবেদা, আমরা, লটকন, আমলকি , আনারস, কাজী পেয়ারা, কাঁঠাল সহ ৪৪ প্রকার দেশীয় ফল নিয়ে ফল মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর, জানান দেশীয় ফল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গজারিয়া উপজেলায় প্রথমবারের মতো দিনব্যাপী ফল মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।
www.bbcsangbad24.com