নভেম্বর,০৩,২০২২
মুকবুল হোসেন :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ১ নং হোসেন্দী ইউনিয়নের অনুষ্ঠিত উপ নির্বাচনকে কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়ন এর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিকে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকরা
অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে । হোসেন্দী ইউনিয়ন চরবলাকি খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত জনপ্রতিনিধি রোকেয়া আলম নিশি বাদী হয়ে একাধিক জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । আহত জনপ্রতিনিধি সংবাদ কর্মীদের জানান তার স্বামী আলমগীর ক্যান্সার রোগে আক্রান্ত । স্বামীর ক্যান্সার চিকিৎসায় সকল কিছু শেষ হওয়ার পর বেকারি ব্যবসা করে সংসার চালিয়ে যাচ্ছিল । বৃহস্পতিবার বিকেলে চড়বলাকি, টানবলাকি ,ভাটি
বলাকি এলাকায় বিক্রয় করা রুটির টাকা নিয়ে খেয়াঘাট এলাকায় আসেন। নৌকা প্রার্থীর সমর্থক নবী হোসেন মেম্বারের ছোট বোন শিলা ও তার ভাগিনা মামুন তাকে মারধর করে । শরীরের বিভিন্ন জায়গায় নিনা ফুলা জখম করে এবং পরিধেয় পোশাক ছিরে ফেলে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর আহত জনপ্রতিনিধি থানায় অভিযোগ করেন । গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
www.bbcsangbad24.com