ডিসেম্বর,০৫,২০২২
মুকবুল হোসেন,গজারিয়া (মুন্সীগঞ্জ)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা অবৈধভাবে ভূমি অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট ও দখলের অভিযোগ উঠেছে।
রবিবার সরজমিনে দেখা যায় ভাটেরচর বীজ সংলগ্ন ভাটেরচর বাজার রোডে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রায় ১ শত গজ দুরে সরকারি খাস খতিয়ানের জায়গায় অবৈধভাবে বালু ভরাট করে ব্যবসা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চলছে । স্থানীয়দের মতামতে জানা যায় মোদাচ্ছেদ আলী এর সমিল সংলগ্ন বালুয়াকান্দি গ্রামের উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী শাহ আলম অবৈধভাবে ভূমি অফিস ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি খাস খতিয়ানের জায়গা বালু ভরাট করে ভাড়া দেওয়ার উপযোগী করে তুলেছে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম। নাম প্রকাশে অনিচ্ছুক ভাটেরচর বাজারের এক প্রত্যক্ষদর্শী জানান বালু ভরাট কালে একাধিকবার ভূমি অফিসের নায়েব অভিযুক্ত শাহ আলম সাহেবকে ডেকে নিয়েছেন ।শাহ আলম তাকে ম্যানেজ করেছে।এসিল্যান্ড অফিসের লোকজনকে ম্যানেজ করেছে। ভূমি অফিস ও এসিল্যান্ড অফিস কর্মকর্তাদের ম্যানেজ করে শাহ আলম সরকারি জায়গা ভরাট করেছে। গজারিয়ায় কর্মরত সাংবাদিকদের লেখায় কি হবে । টেংগারচর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা নায়েব মোঃ মানিক মিয়া জানান ১ নং খাস খতিয়ান এর জায়গায় বালুয়াকান্দি গ্রামের শাহ আলম বালুভরার চেষ্টা কালে বাধা দেয়া হয় । বালু ভরাটে ব্যবহারকৃত ড্রেজার তাড়িয়ে দেয়া হয় । ড্রেজার তাড়িয়ে দেয়ার পর দুইদিন বালুভরাট বন্ধ থাকে। এরপর উপজেলায় বিভাগীয় কমিশনার মহোদয়ের আগমন, ডিসি মহোদয়ের পরিদর্শন ও জাতীয় উদ্বোধনী উন্নয়নমেলায় ৪ কার্য দিবস ব্যস্ত থাকি । এই সময়ের মধ্যে শাহ আলম দিনরাত ড্রেজার দিয়ে খাস খতিয়ানের জায়গা বালু ভরাট করে । বিষয়টি আমি এসিল্যান্ড মহোদয় কে অবগত করি। এসিল্যান্ড মহোদয় সরজমিনে পরিদর্শন করেছেন। সরকারি জায়গা দখল মুক্ত রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব । অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম কে একাধিকবার মোবাইলে চেষ্টা করে সংযোগ না পাওয়ায় কোন মতামত পাওয়া যায় নাই। উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম জানান ভরাটকৃত জায়গা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন সময়ে অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে উপস্থিত পাওয়া যায় নাই । ভূমি অফিস নায়েব কে সরকারি ভরাট কৃত জায়গায় সাইনবোর্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ কিছু করার চেষ্টা করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।
www.bbcsangbad24.com