দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

গজারিয়ায় ১৭ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন

ডিসেম্বর,২১,২০২২

মুকবুল হোসেন,গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ১৭ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন কালে গজারিয়ার ভবেরচর হতে মুন্সিগঞ্জ সদর ১৭ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করেন । উদ্বোধন ভিডিও কনফারেন্স সভায় উপস্থিত থেকে গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক উন্নয়ন ভিত্তি ফলক উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী । উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জ জোন নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ-পরিচালক নারায়ণগঞ্জ জোন শাখা প্রকৌশলী আবুল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান জিতু, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক মোশারফ হোসেন মিন্টু , উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.