মে,২৯,২০২২
গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ২ নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্নয়ন বাজেট ১ কোটি ৮০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে । রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। বালুয়া কান্দি ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফিরোজ আহমেদ উন্মুক্ত বাজেট আলোচনা সভায় বাজেট ঘোষণায়, রাজস্ব আয় ৪০ লক্ষ ব্যয় ৩০ লক্ষ উদ্বৃত্ত ১০ লক্ষ টাকা দেখিয়ে, উন্নয়ন আয় ১ কোটি ৪০ লক্ষ টাকা আয় ও ব্যয় ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয় সহ মোট উদ্বৃত্ত ১৩ লক্ষ টাকা রেখে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল আমিন, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, ইউপি সদস্য মোঃ রিটু প্রধান, ইউপি সদস্য মোঃ মুক্তার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
www.bbcsangbad24.com