দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

চট্টগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৪০

 আগস্ট,  ১৬,২০২৩
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট)  রাতে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। এতে  ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।

এর আগে মঙ্গলবার ৪টার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক ৪০ জন জামায়াত শিবিরের উশৃঙ্খল কর্মী, পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছ।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.