জুন,০১,২০২২
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ-
চাঁদপুর জেলায় স্বাস্থ্য বিভাগের অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান অভিযানে ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। নবায়ন ও কাগজপত্র সঠিক না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও করা হয়েছে।
জেলা সিভিল সার্জনের নির্দেশে জেলা সদরসহ ৮ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতাল আছে, সুন্দর টানানো সাইনবোর্ড আছে, বড় বড় ডিগ্রীওয়ালা ডাক্তারের নাম আছে, আছে রোগীর সিরিয়াল, নেই শুধু নিবন্ধন, হাসপাতাল পরিচালনা লাইসেন্স কিংবা অনুমোদনের কাগজ পত্র।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাত হোসেন এ বিষয়ে বলেন, জেলায় সব মিলিয়ে ২ শ ৭০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে গত দুই দিনে যাছাই বাচাই করে ৭০টি পাওয়া গেছে। যাদের কোনো অনুমোদন নেই। পরে এসবের বিরুদ্ধ অভিযান চালিয়ে শুরুতেই ৩৫টি সিলগালা এবং অন্যগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আরো জানান, যেসব উপজেলায় অভিযান চালিয়ে এই ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। সেগুলো হচ্ছে, চাঁদপুর সদরে ৭টি, হাইমচরে ৩টি, ফরিদগঞ্জে ২টি, কচুয়ায় ৪টি, শাহরাস্তিতে ৩টি, মতলব উত্তরে ৩টি, দক্ষিণে ৭টি এবং হাজীগঞ্জে ৫টি।
www.bbcsangbad24.com