দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

চাঁদপুরে  হাসপাতালের ওয়ান স্টপ ইর্মাজেন্সি কেয়ার উদ্বোধন

জুলাই,৩০,২০২৩

জয়নাল আবেদীন জয়,চাঁদপুর:

 আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধন। গতকাল ২৯ জুলাই শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত রায়চৌধুরী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার মোহাহাম্মদ আজিজ মিঞাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

পরে ওয়ান স্টপ ইর্মাজেন্সি কেয়ার পরিদর্শন করেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। এ বিভাগাটিতে সর্বমোট ১০ টি বিছানা রয়েছে।

জানা যায়, বাংলাদেশে সর্বমোট ৫ টি সরকারি হাসপাতালে এমন ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার রয়েছে। আর সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ কক্সবাজার এবং ময়মনসিংহ সরকারি হাসপাতালে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার রয়েছে। ওই চার জেলার পর পাঁচ নম্বরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০ টি বিছানার ছোট পরিসরে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার চালু করা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিংবা নানা সমস্যায় অসুস্থ হয়ে পড়লে যেসব রোগীদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, ওইসব রোগীদের মধ্যে যাদের অবস্থা বেশি গুরতর তাদেরকে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে রাখা হবে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.