দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়ন এর কার্যক্রম স্হগীত করছে আঞ্চলিক শ্রমদপ্তর কুমিল্লা

সেপ্টেম্বর,০৬,২০২২

এস আর শাহ আলম,চাঁদপুর,

চাঁদপুর জেলা সি এনজি চালিত অটোরিক্সা ট্যক্সি ও টেক্সিকার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্টগ্রাম ২৫০৩ এর গঠনতন্ত্র ধারা ২(ড) এবং ধারা ৬ (ক) এর নিন্ম বর্ণিত অংশটুকু বাতিল করায় গত ২৭–০৭ -২০২২ তারিখে চাঁদপুর জেলার ২৫০৩ ও ১৯৩৮ শ্রমিক ইউনিয়ন এর উপজেলা কমিটি, রোড কমিটি, উপ কমিটি – পৌর কমিটি, স্টেন কমিটি ও টার্মিনাল কমিটি সহ উপদেষ্টা কমিটি এবং কল্যাণ ফান্ডের নামে ১০ টাকা হারে গাড়ি থেকে টাকা উত্তোলন করতে পারবে না মর্মে কুমিল্লা আঞ্চলিক শ্রমদপ্তর এর উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান সাক্ষ্যরিত একটি চিঠি জেলার ২৫০৩ ও ১৯ ৩৮ শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেন।
যার স্বরক নং ৪০-০২,০০০০.৩০৭.৩৪.৭১১.০৯.৪১৭,
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অদ্যবদি সংশোধিত ২০১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ কোন ধারা ও বিধিতে উপরন্ত বিষয় গুলি বাতিল করা হয়েছে, কিন্তু এই বিধি নিষেধ অমান্য করে ২৫০৩ তিন শ্রমিক ইউনিয়ন চাঁদপুর নৌ টার্মিনাল সহ জেলার কয়েকটি থানায় কমিটি গঠন করে ষোষনা দিয়েছে, ইহা আইনের বিধির বাহীরে, যদিও ২৫০৩ রোড ষ্টেন নামে গাড়ি থেকে চাঁদা উত্তোলন করে না, তার পরেও বেআইনি ভাবে কমিটি গঠন বা ঘোষনা পুরোটাই বে আইনি, অপর দিকে আরেকটি শ্রমিক সংগঠন ১৯৩৮, যাহার উপরও নিষেধ আরব আছে, যদিও ওই সংগঠন কোন কমিটি দেয়নি, তবুও তারা কালিয়াপারা এলাকায় কল্যাণ ফান্ড নামে ১০ টাকা হারে চাদা আদায় করছে।
এদিকে এক জেলায় দুইটি শ্রমিক সংগঠন হবায়, জেলার উপজেলা গুলিতে কমিটি গঠন নিয়ে দ্বিধাদ্বন্দে লিপ্ত হবায় ১৯৩৮ নং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কামাল মজুমদার কুমিল্লা শর্মদপ্তর বরাবরা গত ছয় মাস আগে ২৫০৩ এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে, উভয়কে নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করেন, কিন্তু কামাল বলেন আমি তখন জেলার ৮ টি থানাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, তাতেও কোন লাভ হয়নি, যার কারনে জেলার মধ্যে কচুয়া রহিমানগর ২৫০৩ এর সভাপতি কাজি শাহরিয়ার ওমর ফারুক কমিটি দিয়ে চাঁদা উত্তোলন করতে গেলে আমারা অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেল বরাবর অভিযোগ দিলে তাহা বন্ধ হয়ে যায়। বলে কামাল বলেন, তবে শ্রম দপ্তর যে বিধি সংশোধন করে শ্রম ইউনিয়ন দুইটির কার্যক্রম চালানোর কথা নোটিশে থাকলেও বিগত দুই মাসে তাহা কার্যকর না করে শ্রমিক ইউনিয়ন নেতাগনরা নিজেদের মত কমিটি পরিচালনা করে আসছেন, এদিকে জেলায় কমিটি গঠন নিয়ে দুইটি শ্রমিক সংগঠন এর মাঝে নানাহ তালবাহানা দেখা যায়, তবে শ্রমিক ইউনিয়ন ২৫০৩ তাদের তাদের বিধি গুলি সংশোধন না করে জেলা জুরে হরদম কমিটি দেবার খবর পাওয়া গেছে, উল্লেখ যোগ্য নৌ টার্মিনাল ইতি পূর্বে একটি কমিটি দিয়েছে সভাপতি কাজি শাহরিয়ার ওমর ফারুক, তবে এ বিষয়ে জানতে চাইলে ২৫০৩ এর ষোলঘর অফিসে গিয়ে কাহকে পাওয়া যায়নি, পরে সভাপতি কাজি শাহরিয়ার ওমর ফারুক এর মোবাইল ফোনে বহুবার ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি যার কারনে আমরা তাহার মতামত তুলে ধরতে পারি নেই।
তবে এ বিষয়ে ২৫০৩ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের বলেন, বিধি মালা সংশোধন করতে কুমিল্লা আঞ্চলিক শ্রমদপ্তর এ আবেদন করা হয়েছে, তবে এখনো সংশোধন হয়েছে কিনা সেটা সঠিক ভাবে বলতে পারেনি।
একটি সুএে জানা যায় কোরবানি ঈদের পরে, নৌ টার্মিনাল , বাকিলা, রহিমানগর সহ কয়েকটি যায়গা সভাপতি কমিটি গঠন করেছে, আর অনেকেই বলেন টাকার বিনিময়ে কমিটি বিক্রি করে আসছে, আর তাই এ বিষয়ে শ্রমদফতর কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা গনদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সচেতন মহল।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.