চাঁদপুর-ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

Estimated read time 1 min read

সেপ্টেম্বর ৮, ২০২৪

চাঁদপুর প্রতিনিধি

অব্যাহত ভয়াবহ লোডশেডিং এর কারণে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

রোববার সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ওনুআ চত্বর এলাকায় এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান, পৌর এলাকাজুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। বিশেষ করে ৬নং ওয়ার্ডের সাফুয়া চরহোগলাসহ আশপাশের এলাকায় সারাদিনে নামমাত্র বিদ্যুৎ থাকে। ফলে বাধ্য হয়ে তারা রোববার সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসে। আমরা বিদ্যুতের দুরবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিলের পরিমাণ করছে না।

এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। পরে তিনি বিদ্যুতের ডিজিএম সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বস্ত করেন।

ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করার কথা শুনে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author