দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

চেম্বারে ফিরছেন আলোচিত চিকিৎসক সংযুক্তা

আগস্ট,১৪ ,২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই মাস পর আবারও ব্যক্তিগত চেম্বার শুরু করতে যাচ্ছেন রাজধানীর সেন্ট্রাল হসপিটালে নরমাল ডেলিভারি করাতে এসে প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আলোচিত সেই চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা।

রবিবার (১৩ আগস্ট) রাতে ডা. সংযুক্তা নিজেই চেম্বার শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেল থেকে আমি চেম্বারে বসতে শুরু করছি। তবে এবার আর সেন্ট্রাল হসপিটালে নয়, চেম্বার করব ইমপালস হাসপাতালে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নিজ ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. সংযুক্তা জানান, আমার নিজস্ব হসপিটাল (অন্যতম ডিরেক্টর) ইমপালস হাসপাতালে চেম্বার শুরু করতে যাচ্ছি। আপনারা ইতোমধ্যে জানেন, ইমপালস হাসপাতাল ব্যথাহীন প্রসবের জন্য বিখ্যাত। কারণ এই হাসপাতালে ব্যথাহীন প্রসবের জন্য বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের নিয়ে গঠিত শক্তিশালী টিম রয়েছে। শিগগিরই দেখা হবে।

www.bbcsangbad24.com

 

Leave A Reply

Your email address will not be published.