ফেব্রুয়ারি ১৬, ২০২২,
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খাষকাউলিয়া কেআর পাইলট মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার ফিতা কেটে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন।
এ উপলক্ষে মেলা চত্বরে আলোচনা সভা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আরিফ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারী বৃন্দ প্রমুখ।
দিনব্যাপী মেলায় ২০টি স্টলে গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, পাখি, রাজহাঁসসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয় ৷
www.bbcsangbad24.com