কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন করার অপরাধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চারটি বেকারী প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫ জয়পুরহাটের ভ্রাম্যমান আদালত। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার পাঁচবিবি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই জমিরামান করা হয়।
র্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পাঁচবিবি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও বিস্কুট উৎপাদন এবং বিপনন করার অপরাধে স্মৃতি বেকারীর মালিক মোঃ মোজাফরকে ৫ হাজার টাকা, আনছারী বেকারীর মালিক মোঃ খলিল আনছারীকে ৮ হাজার টাকা, রাখি বেকারীর মালিক শ্রী জীবন কৃঞ্চ সরকারকে ৫ হাজার টাকা ও হিমালয় আইসক্রিম এর মালিক মোঃ মনিরুজ্জামান শান্তকে ৩ হাজার টাকা করে সর্বমোট- ২১ হাজার টাকা জরিমানা করেন। পরে ভেজাল মিষ্টি, পাউরুটি ও বিস্কুট তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন।