দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

জয়পুরহাট ক্ষেতলালে চাঁদাবাজি, চোরাচালানসহ ৬ মামলার আসামী গ্রেফতার

ফেব্রুয়ারি,০৭,২০২৩ ২৩

ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট ক্ষেতলালে চাঁদাবাজি, চোরাচালান, মরামারির ও বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী এসএম তুহিন ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এসএম তুহিন ইসলাম ক্ষেতলাল পৌরসভার রশালপাড়া মহল্লার তোজাম্মেল হোসেনের ছেলে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মারামারী, চাঁদাবাজী, চোরাচলান ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত তুহিনের নামে ১। ক্ষেতলাল থানা-০৭/০৯/২০১৭ সালে মারামারী- মামলা নং-০১, ২। ক্ষেতলাল থানা-১৬/১২/২০১৮ সালে চাঁদাবাজী ও মারামারী, মামলা নং-১১, ৩। ক্ষেতলাল থানা-১৬/০৩/২০১৯ সালে মারামারী, মামলা নং-০৯, ৪। ক্ষেতলাল থানা-১৪/০৬/২০০৫ সালে মারামারী, মামলা নং-০৬, ৫। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম থানা-১৪/০৬/২০০৫ সালে চোরাচালান, মামলা নং-০৬, ৬। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ “খ“ (১) (খ)/২৫ (ঘ), পাঁচবিবি থানায় ২০১৬ সালের জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এসএম তুহিনকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, এস আই আব্দুল আলিমের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে একাধিক মামলা ও ওয়ারেন্টের অভিযোগ গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবারে আদালতে প্রেরন করা।

Leave A Reply

Your email address will not be published.