জয়পুরহাট গার্লস ক্যাডেটে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

Estimated read time 1 min read

অক্টোবর,১৬,২০২৪

ফারহানা আক্তার,জয়পুরহাট

এইচএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন এবং মানবিক বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ জন ক্যাডেটের মধ্যে ৪৮ জন জিপিএ-৫ এবং মানবিক বিভাগ থেকে দুইজনের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছেন।

জয়পুরহাট জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি।

২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৪টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। আগের ১৩টি ব্যাচের মতো ১৪তম ব্যাচও আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখেছে।

আরও দেখুন আমাদের সাথে......

More From Author