অক্টোবর,১৮,২০২২
গোলাম নবী খোকনঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন মতলব উত্তরে ৫ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচিত হয়েছেন সরকার মোঃ আলাউদ্দিন। তিনি ৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতিক পেয়েছেন ৬৫ ভোট। সোমবার ১৭ অক্টোবর ২০২২ ইং বিকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও প্রি জাই ডিং অফিসার রিপন হোসেন। এ ওয়ার্ডে চেয়ারম্যান পদে মোবাইল প্রতিকের প্রার্থী আলহাজ্ব ওছমান গনি পাটোয়ারী, তিনি পেয়েছেন ১০০ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতিক পেয়েছেন ৮১ টি ভোট। সাধারণ সদস্য পদে কাজী হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ৬৫ ভোট, মিনহাজ উদ্দিন খান হাতি প্রতিকে পেয়েছেন ২৫ ভোট ও ঈসা পাটোয়ারী টিউবওয়েল প্রতিকে ভোট পেয়েছেন ২০ ভোট। সংরক্ষিত মহিলা পদে তাছলিমা আক্তার আখি ভোট পেয়েছেন ১০৬ ভোট, আসমা আক্তার আখি দোয়াত কলম প্রতিকে ভোট পেয়েছেন ৩৮, রনক আরা টেলিফোন প্রতিকে ভোট পেয়েছেন ২৯ টি, শামসু নাহার শান্তা টেবিল ঘড়ি প্রতিকে ভোট পেয়েছেন ৬ ভোট ও রোকেয়া বেগম প্রতিক বই, ভোট পেয়েছেন ০২ টি। নির্বাচন হয়েছে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ। করা নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
www.bbcsangbad24.com