জুন,১২,২০২২
ফারহানা আক্তার,, জয়পুরহাটঃ
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক একটি দল অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার এজাহার নামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চাপাগাছি এলাকা থেকে শনিবার (১১ জুন) রাত সাড়ে দশটায়
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি চৌকশ অপারেশন দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, এসি এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চাপাগাছি গ্রামের বাসিন্দা দুখা শেখের ছেলে মোঃ আহম্মেদ শেখ (৫৮), ও ক্ষেতলাল উপজেলার শিবপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ আঃ সালাম (৪৫)।
র্যাব একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ০৩/৬১ নং মামলা, ৪২০/ ৪০৬/৫০৬ ধারা, পেনাল কোড-১৮৬০ মূলে বর্ণিত অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় তাদের গ্রেফতার এবং পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করেছে।
www.bbcsangbad24.com