দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

জয়পুরহাটে পকেট কমিটি বাতিলের দাবীতে বিএনপির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

মে,৩০,২০২২

ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

গতকাল ২৯ মে রোজ রবিবার বিকেলে ‘দোগাছী ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শণের সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান।
এ-সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন –
মোঃ- ইউসুফ আলী সাবেক মেম্বার ও সাধারণ সম্পাদক দোগাছী ইউনিয়ন বিএনপি,মোঃ- ফেরদৌস হোসেন, বর্তমান সদস্য দোগাছী ইউনিয়ন বিএনপি,
মোঃ- জাকির হোসেন সাবেক মেম্বার ও সহ-সভাপতি দোগাছী ইউনিয়ন বিএনপি,
মোঃ- শামসুল আলম বাবু সাবেক জেলা বিএনপির সদস্য ও সাধারণ সম্পাদক দোগাছী ইউনিয়ন বিএনপি,
মোঃ- বেলায়েত হোসেন বেনু জেলা যুবদলের সদস্য,
মেশকাত হাছান, সহ-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,
মোঃ- রফিকুল ইসলাম সুমন, সভাপতি দোগাছী ইউনিয়ন ছাত্রদল, সহ প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মে দোগাছী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী নেতাদের বাদ দেয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও অ্যাডভোকেট হেনা কবির জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.