দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

জয়পুরহাটে বিপুল ভোটে নৌকার জয়

ফেব্রুয়ারি,০৭,২০২২

ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে বিপুল ভোটে নৌকার জয়, জিহাদ মন্ডল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে ১০ হাজার ৪৩৫ ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জিহাদ মন্ডল ও আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মুক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। জিহাদ মন্ডল ১৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বিদ্রোহী মুক্তার হোসেন পেয়েছেন ৫ হাজার ৫২ ভোট।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রোববার (০৬ ফেব্রুয়ারি) রাতে আওলাই ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে সোমবার শুধু কুসুম্বা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.