দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে জমির ধান নষ্ট করলো দূর্বৃত্তরা

এপ্রিল,০২, ২০২২

 

ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি,

পূর্ব শত্রুতার জের ধরে জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দূবৃত্তরা। সদর উপজেলার পুরানাপৈলের গঙ্গাদাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভ্থক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার দোষিদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভ্থক্তভোগী কৃষক জানান, গত বুধবার গভির রাতে পূর্ব শত্রুতার জের ধরে দূবৃত্তরা শীষ গজানো তিন বিঘা ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। তারপর থেকে ধিরে ধিরে পুরো ক্ষেতের সবুজ ধানগাছ গুলো পুরে সাদা হয়ে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও ক্ষতি পুরুনের দাবী জানিয়েছেন ওই কৃষক।
এলাকাবাসিরা ক্ষোভ প্রকাশ করে জানান, ধান হলো কৃষকের প্রাণ। কঠোর পরিশ্রম ও ধার-দেনা করে কৃষকেরা ফসল ফলায়। অন্যায়ভাবে বিষ দিয়ে এই ফসলের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষককে সহায়তা করা দরকার।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভ্থক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার সকালে থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকতার্ কাউসার ইকবাল জানান, বিষয়টি জানার পরই কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষককে পরামর্ষ দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দূর্যোগ ছারা কৃষকদের ক্ষতি পুরুন দেওয়ার সুযোগ নেই।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.