দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

জয়পুরহাটে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

জুন,১২,২০২২

ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

র‍্যাবের অভিযানে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার।
র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সোমবার ২০ জুন সন্ধা সারে ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন ত্রিমোহনী বাজার এবং ক্ষেতলালা বাজার হতে মনিটর -৭ টি, সিপিইউ- ৭ টি, কি-বোর্ড- ৭ টি মাউস- ৭ টি হার্ড ডিস্ক- ১৪টি, বিভিন্ন প্রকার ক্যাবল-৭টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামীরা হলো, নজিরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ছেলে জনি শেখ(২৮) শাখারজিত গ্রামের জহুরুল হকের ছেলে ফরহাদ (২৮)জালিয়াপাড়া গ্রামের আজহার মন্ডলের ছেলে মাহবুব ইসলাম(২৫) রামপুরা গ্রামের বুলু মিয়ার ছেলে রুহুল ইসলাম (১৯) ইটাখোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রানা মন্ডল(২৮)শাখারগঞ্জ পূর্বপাড়া গ্রামের ফজের আলীর ছেলে শাজাহান মিয়া(৩৫)
উভয় থানা-ক্ষেতলাল, সর্ব জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগ সাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল।
সংবাদ লেখার সময় এব্যাপারে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.