নভেম্বর,২৭,২০২২
মুক্তা আক্তার, টঙ্গিবাড়ী প্রতিনিধি-
টঙ্গিবাড়ীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা ওসি রাজিব খানের।
টঙ্গিবাড়ীতে আইনশৃঙ্গলা বিষয়ক সভায় ২৩ মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের কঠিন হুসিয়ারী দিয়েছেন টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান।
তিনি উপজেলার বালিগাওঁ ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল শনিবার বিকালে বালিগাওঁ বাজার ব্যবস্থাপনাা কমিটি কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই হুসিয়ারী দেন।
এ সময় তিনি ওই এলাকার ২০ মাদক ব্যবাসায়ীর নাম প্রকাশ্যে মাইকে ঘোষনা দেন। তার দেওয়া ঘোষনা অনুযায়ী ওই এলাকার মাদক ব্যবসায়ীরা হলেন, রাজন মুন্সী, আনোয়ার কাজি, চান্দা শেখ, খোরশেদ সেখ, আঃ রহমান মোল্লা, গণি, শাহিন খান, মিলন, মার্জন, অহিদ, সবুজ, মিরাজ, স্বপন, নয়নমনি, সাদেক, খোকন সেখ, শওকত, কুদ্দুস সরদার,নুরু সেখ, কুদ্দুস সেখ, হাসেম, শহিদ দেওয়ান, বিধান ঘোস প্রমূখ।
এ সময় ওসি তাদের নাম প্রকাশ্যে ঘোষনা করে বলেন, আপনারা ভালো হয়ে যান মাদক ব্যবসা ছাড়েন না হয় এই এলাকা ছাড়েন।
বালিগাওঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি দুলাল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি ( সিরাজদিখাণ-টঙ্গিবাড়ী সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত।
আরো উপস্থিত ছিলেন, বালিগাওঁ বাজার পরিচালনা কমিটির সাধরণ সম্পাদক আলমগীর কবির মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল কমান্ডার, আঃ রহমান খান, সালউদ্দিন মেম্বার প্রমূখ।
www.bbcsangbad24.com