আগস্ট,১৩,২০২৩
মোঃসিহাদ দেওয়ান,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
টঙ্গীবাড়ীতে পাঁচ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার ১৩ই আগস্ট বেলা ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সংসদ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলী প্রধান অতিথী হিসেবে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগ কতৃক সঞ্চালনায় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ী থানা অফিসার্স ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিব খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মুহাম্মদ নাহিদ খান। উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদেরকে বনজ ও ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়।
www.bbcsangbad24.com