দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

অক্টোবর ২৯, ২০২২,

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের ঢাকা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ইতোমধ্যে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। মাঠে দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ইউনিট গঠিত। বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা-কর্মীরা আসা শুরু করেছেন। এসেছেন জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও।

সম্মেলনের আগ মুহূর্তে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বলেছেন, সম্মেলনের সফলতা নিয়ে কোনো সমস্যা নেই। চারদিক থেকে হাজার হাজার লোক আসা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই আমরা খবর পাচ্ছি, এই মাঠে লাখো মানুষের একটা সমাবেশ ঘটবে।

তিনি বলেন, এখান থেকে বার্তা এইটাই, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেই কারণেই সবাই আমাদের এ সম্মেলনকে সফল করছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধান বক্তার বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিশেষ বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর সম্মেলনের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। সঞ্চালনায় থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

www.bbcsangbad24.com

 

Leave A Reply

Your email address will not be published.