দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

দর্শনা সীমান্তে ভলিবল খেলায় বিজিবিকে হারিয়ে বিএসএফ চাম্পিয়ন

মে,২২, ২০২৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকাল ৩ টার দিকে জয়নগর সীমান্তের ৭৭নং পিলারের বাংলাদেশের ভিতরে শূন্য রেখায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে বিএসএফ ২-১ ব্যাবধানে বিজিবিকে পরাজিত করে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির আমন্ত্রণে সোমবার বিকাল ৩ টায় দর্শনা সীমান্তের মেইন পিলালের ৭৬/৭৭ নং দিয়ে বিএসএফের ১২ সদ্যস্যের ভলিবল দল বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি, মেডিক্যাল অফিসার খন্দকার আশিকুল আরেফিন, এডিসোনাল অফিসার শেখ মো. ইমরান আলী, দর্শনা কোম্পানী কমন্ডার জহির আহম্মেদ, দর্শনা আইসিপি কমান্ডার আব্দুল জলিল, বিওপি কমান্ডার আব্দুল জলিল, বিওপি কমান্ডার মোজাম্মেল হক, এডমিন স্টাফ আবু নাসির, এডমিন স্টাফ আবুল কালাম আজাদ, মিনহাজ উদ্দীন, ডিনারুল ইসলাম, তমাল উদ্দীন।

এদিকে বিএসএফের ৫৪ ব্যাটালিয়নের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফের সেকেন্ড ইন কমান্ড হার মেট শিং সানি, সেকন্ড অফিসার জগোদেব শিং, ডেপুটি কমান্ড সুনীল পায়েল, সহকারী কোম্পানী কমান্ডার শ্রী নোগেনদ্র পাল, সহকারী অফিসার শ্রী মহেশ, বিএসএফের ক্যাম কমান্ডার শ্রী মোজন্দার, মেডিকেল অফিসার বরুন কুমার, এএসআই শামীম, এডিএম স্টাফ জে মজুমদার, অফিস স্টাফ শ্রী প্রতাপ প্রমুখ।

খেলা শেষে বক্তব্যে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি বলেন, প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

খেলা শেষে দুই বাহিনীর পক্ষ থেকে ট্রফি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের মাঝে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.