দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

দেশের সব জেলায় লঞ্চ চলাচল শুরু

মে, ১৫,২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা উপকূল পেরিয়ে যাওয়ায় ও মহাবিপদ সংকেত তুলে নেয়ার পর চাঁদপুর-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ ছাড়া চাঁদপুর-ঢাকা রুটেও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।

 

সোমবার (১৫ মে) সকাল ১০টা দিকে ওই  রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত শনিবার সকাল ছয়টা থেকে এসব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুর-ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, শরীয়তপুর, লক্ষ্মীপুর এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে ৬০ ঘণ্টা বন্ধ থাকে লঞ্চ চলাচল। আজ সোমবার মোখার মহাবিপদ সংকেত তুলে নেয়ায় পর সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এখন থেকে পূর্বের সিডিউল অনুয়ায়ী লঞ্চ চলাচল করবে।

www.bbcsangbad24.com

 

Leave A Reply

Your email address will not be published.