আগস্ট,১৫,২০২৩
বিবিসি সংবাদ ডেস্ক:
নরসিংদী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার সহ ৫ জন ডাকাত এবং ২১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতারসহ বিভিন্ন অপরাধে মোট ৫১ জন গ্রেফতার ও ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ৫১ জন গ্রেফতারসহ ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি ডাকাতির প্রস্তুতি কালে ১ টি প্রাইভেটকারসহ ৫ জন ডাকাতকে ১ টি কাটার, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি স্টীলের ছোরা, ১ টি রাম দা ইত্যাদি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
ডিবিঃ- একটি প্রাইভেট কারের মধ্যে ০১ টি কাটার, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি স্টীলের ছোরা, ১ টি রাম দা সহ পাঁচজন ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার এবং ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী মডেল থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় -০১ জন গ্রেফতার করা হয়।
মাধবদী থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০৩ জন ও সিআর-০১ জন গ্রেফতার করা হয়।
পলাশ থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০১ জন এবং নিয়মিত মাদক মামলায়-০২ জন গ্রেফতারসহ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শিবপুর থানাঃ- পরোয়ানা মূলে জিআর-১৫ জন, সিআর-০১ জন এবং পূর্বের মামলায়-০৭ জন গ্রেফতার করা হয়।
মনোহরদী থানাঃ- জুয়া আইনের মামলায় ৩/৪ ধারায়-০৫ জন ও কাঃ বিঃ ১৫১ ধারায়-০১ জন গ্রেফতার এবং নিয়মিত মাদক মামলায়-০১ জন গ্রেফতারসহ ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রায়পুরা থানাঃ- পরোয়ানা জিআর-০১ জন ও সাজা সিআর-০১ জন গ্রেফতার এবং মাদক মামলায়-০৩ জন গ্রেফতারসহ ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মন্তব্যঃ ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক তামিল, রিকল ও অন্যান্য ভাবে মোট ২১ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
এবিষয়ে নরসিংদী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা ও জেলায় শান্তিপূর্নভাবে জাতীয় দিবস উদযাপনের লক্ষে আমাদের এই অভিযান। মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
www.bbcsangbad24.com