দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট৯ কেজি গাঁজাসহ, ১৫ জন গ্রেফতার

আগস্ট,১৭,২০২৩

বিবিসি সংবাদ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনা মোতাবেক,জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ১৫ জন গ্রেফতারসহ ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০১ জন গ্রেফতার কারা হয়।
মাধবদী থানাঃ- পরোয়ানা মূলে সিআর সাজা-০১ জন এবং নিয়মিত মাদক মামলায়-০১ জন গ্রেফতারসহ ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাশ থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০১ জন গ্রেফতার কারা হয়।
মনোহরদী থানাঃ- নিয়মিত মামলায়- ০১ জন গ্রেফতার করা হয়।
বেলাব থানাঃ- পরোয়ানা মূলে সিআর-০১ জন গ্রেফতার করা হয়।
রায়পুরা থানাঃ- পরোয়ানা মূলে জিআর-০১ জন ও পূর্বে মামলায়-০৫ গ্রেফতার এবং মাদক মামলায়-০১ জন গ্যেফতারসহ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবিঃ- নিয়মিত মাদক মামলায় ০২ জন গ্রেফতারসহ ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মন্তব্যঃ ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ তামিল, রিকল ও অন্যান্য ভাবে মোট ১৯ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.