দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা  ইয়াবাসহ   গ্রেফতার -৮

জুলাই, ১২,২০২৩
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলায় পুলিশ কর্তৃক গত ৩ দিনে বিশেষ অভিযানে  ১২.৫ কেজি গাজা এবং ২১০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় গত  ৭ জুলাই  নরসিংদী মডেল থানাধীন কাউরিয়াপাড়া এলাকা হতে ০৫ কেজি গাজা সহ আসামী মোছাঃ নাছিমা বেগম কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে আরো ৫ টি মাদক মামলার রেকর্ড পাওয়া রয়েছে। অন্য একটি অভিযানে নরসিংদী মডেল থানা গত  ৭ জুলাই নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া এলাকা থেকে ১ কেজি গাজাসহ মোঃ আরিফ মিয়া (৪১) কে গ্রেফতার  করে যার বিরুদ্ধে পূর্বে ১০টি মাদক মামলার রেকর্ড রয়েছে। গাজা ছাড়াও নরসিংদী থানা পুলিশ গতগত  ৫ জুলাই  দিবাগত রাতে ইমন নামক মাদক ব্যবসায়ী কে ১০০ পিস ইয়াবা  ট্যাবলেট সহ আটক করে যার বিরুদ্ধে ৬ টি পূর্ববর্তী মাদক মামলার রেকর্ড পাওয়া গেছে।
এ ছাড়া গত  ৮ জুলাই  বিকালে রবিন(২৮) এবং নূরনবী (২৭) নামের আরও ২ জনের কাছ  থেকে  নরসিংদী শহরের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।
পলাশ থানা কর্তৃক গত ০৬/০৭/২০২৩ তারিখে ০৪ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল(৩৫) নামক একজন কে গ্রেফতার এবং ০৮/০৭/২০২৩ তারিখ ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হানিফ(৪৮) নামক ১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জেলা গোয়েন্দা শাখা ৮/৭/২০২৩ তারিখে মাধবদী থানা এলাকা থেকে মোহাম্মদ আনিস (৪৫) নামক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে আরো ৩ টি মাদক মামলা রয়েছে।
www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.