ফেব্রুয়ারি ১৫, ২০২২,
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া এলাকায় তূর্য ফিলিং স্টেশনের সামনে একটি রংয়ের কারখানায় মঙ্গলবার রাত ৭ টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালেকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত সাড়ে আটটায় ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
www.bbcsangbad24.com