দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নারায়ণগঞ্জ বন্দরে ঝুট ও তুলার গোডাউন এ আগুন

আগস্ট,২৯,২০২২

এম এন ‍এ আজাদ,নারায়ণগঞ্জ:

২৮ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুড়িপাড়া বটতলা, ইস্পাহানি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কুড়েরপাড় এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. রাজা মিয়া, কুড়িপাড়া এলাকার মৃত আফির উদ্দিন’র ছেলে মোঃ খোরশেদ, হাজী মতিউর রহমান’র ছেলে রমজান আলী, আনন্দ নগর এলাকার হাজী হাফিজ উদ্দিন শাহিন’র ছেলে মো. হোসেন, নয়ামাটি এলাকার মৃত আয়েদ আলী’র ছেলে আব্দুর রহিম, খোসের ছড়া এলাকার হাজী ইমান আলীর ছেলে মো. ইলিয়াস, মৃত লেবু মিয়ার ছেলে মো. আমির হোসেন এর ৭টি ঝুট ও তুলার গোডাউনে আগুন লাগে, মুহূর্তেই আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়ে, আগুন ৩০-৩৫ ফুট উপরে উঠে যায়। আতংকিত মানুষ পানির জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয় জনগন ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ভোর অনুমান সাড়ে ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে তাও এখনো জানা যায়নি।
এতে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.