ফেব্রুয়ারী,২১,২০২১
এস.এম ফারুক, ভ্রাম্যমান প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে র্যাব- ১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৭শ পিস ইয়াবাসহ পঙ্কজ চন্দ্র পাল উরফে সোহেল (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গত রবিবার (২০ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয় । ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী পঙ্কজ চন্দ্র পাল উরফে সোহেল নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের করেজ চন্দ্র পালের ছেলে। র্যাব – ১৪ এর সি.পি.সি -২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানির কমান্ডার লে. কামন্ডার এম.শোভন খান সাংবাদিক দের বিষয়টি নিশ্চিন্তা করেছেন । লে. কমান্ডার এম. শোভন খান জানান পঙ্কজ চন্দ্র পাল উরফে সোহেল একজন মাদক ব্যবসায়ী । সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব – ১৪ এর সি.পি.সি -২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রবিবার (২০ই ফেব্রæয়ারি) সন্ধ্যায় ৬.৩০ টার দিকে নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের ১ হাজার ৭শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পঙ্গজ চন্দ্র পাল উরফে সোহেলকে আটক করা হয় । র্যাবের প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে । এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অভ্যাহত থাকবে বলে ও র্যাব – ১৪ এর সি.পি.সি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম. শোভন খান জানিয়েছেন কিশোরগঞ্জবাশিকে । মাদক কে না বলুন , মাদক মুক্ত দেশ গড়ুন ।
www.bbcsangbad24.com