দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নীলফামারীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টোবর,১১,২০২২

আল-আমিন ,নীলফামারী:

নীলফামারীতে জনসেবার জন্য প্রশাসন, জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি (ভারপ্রাপ্ত) মীর্জা মুরাদ হাসান বেগের সঞ্চালনায় ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজাহারুল ইসলাম, এনএসআই এডি মো. শামীম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা জাহান বেবি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী সহ জেলা আইন শৃঙ্খলার কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমার পিপিএম তার বক্তব্যে বলেন সন্ত্রাস ও চাঁদাবাজ কোন দলের নয়। জঙ্গিবাদ ও জঙ্গিদের আশ্রয় দাতাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরোও বলেন পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই পরিচয় প্রদান করবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি খেয়াল রাখতে বলেন এবং নীলফামারী জেলাকে সেতু বন্ধন তৈরি করার ঘোষণা দেন। তিনি ৯৯৯ পাশাপাশি জেলার সাধারন মানুষের আইনি সেবার জন্য ০১৩২০১৩৬২৯৮ নম্বর পুলিশ কন্ট্রোল রুম চালু করেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ বলেন আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বাস প্রদান করেন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.