দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

অক্টোবর,২৫,২০২২

আল-আমিন,নীলফামারী:

নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর/২২) বিকালে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব। জেলার মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের চিকিৎসাসহ সকল ক্ষেত্রে পুলিশ বিশেষ ভূমিকা রাখবে। সেইসাথে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন।মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটি হোয়াট্স এ্যাপ গ্রুপ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অবস) মোঃ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ হাফিজুর রশিদ মঞ্জু প্রামানিক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক পাটাশ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক,সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপসহ ৫ উপজেলার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.