দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

অক্টোবর,০৫,২০২২

আল-আমিন,নীলফামারীঃ

মঙ্গলবার রাতে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের শিমুলতলী নামক স্থানে মটর সাইকেল ও জিপের মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন, নীলফামারী শহরের থানাপাড়া এলাকার মরহুম এ্যাড, আব্দুল হাকিমের পুত্র ইমাম শেবাগাতুন নূর রাজিব বাবু (৫০) ও শহরের সবুজপাড়া এলাকার মরহুম আব্দুস সাত্তারের পুত্র শহীদুল কবির বাবু (৫২)। গুড়ি গুড়ি বৃষ্টির সময় তারা দু’জন মটর সাইকেলে নীলফামারী আসার সময় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা শহরে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কটি অত্যন্ত ঝুকিপূর্ন হয়ে পড়েছে চলাচলে। উত্তরা ইপিজেডের কারনে সড়কটি এমনিতেই রিক্সা-ভ্যান ও অটোরিক্সায় দীর্ঘ যানজট লেগেই থাকে। তার উপর এক সড়কের শহর নীলফামারীতে অবৈধ অটো রিক্সা, ভ্যান, ভটভটি, নছিমন, করিমন, ট্রাক, ট্রাক্টর, ট্রলি, পাথর বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও ঢাকাগামী কোচের অবাধ বিচরন ও রাস্তা দখল করে দাড়িয়ে থাকার কারনে চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে নীলফামারী শহর।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.