অক্টোবর,০৫,২০২২
আল-আমিন, নীলফামারীঃ
নীলফামারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।গত মঙ্গলবার রাতে নীলফামারী সদর ও সৈয়দপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং মন্ডপ গুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একই ভূখণ্ডে বসবাস করে আসছে, এখানে সকল ধর্মের মানুষ একে অপরের উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও দেখা যায় না। মন্ডপ পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
www.bbcsangbad24.com