জুন,০১,২০২২
“ইলোরা সোমা”
নীল আকাশ আমি বলে দিলাম
আমার অব্যক্ত কথা তুমি
আমার ভাবনার কথামালা
এক এক করে জমা হয়।
সেই আকাশের তারায়
নীল আকাশ আমি বলে দিলাম
আমার ভালবাসার বিন্দুকণায়
আজও চেয়ে আছে সম্মুখ পানে।
নীল আকাশ আমি বলে দিলাম
পৃথিবীর ভালবাসা হবে তোমাতে আমাতে
তোমার অঙ্গস্পর্শী জলকণা
আমায় স্পর্শ করে।
আমি আবেগ-আপ্লুত হয়ে যাই
ক্ষণে ক্ষণে মনে হয় ডুবে আছি,
নীল আকাশ আমি বলে দিলাম
আমার চাওয়ার সীমানা বড় দীর্ঘ
আমার ব্যপৃত বাসনাগুলো
এক এক করে জড়ো হয় ভাবনার রাজ্যে।
নীল আকাশ আমি বলে দিলাম
তুমি জানোনা আজও আমি
তোমার দৃপ্ত শপথ তাকে আমার প্রতি
আরো নিবিড় করে
আমি চেয়ে থাকি তোমার দিকে।
নীল আকাশ আমি বলে দিলাম
তোমার চোখের চাহনি
তার উম্মাতাল গালে টোল পড়া হাসি
আমি শুধুই দেখি আর বড় ভালোবাসি
যেন শুধুই চেয়ে থাকা চেয়ে
থাকা নেই যেন এর শেষ।
নীল আকাশ আমি বলে দিলাম
আমার আজন্ম তৃষ্ণায়
শুধু তুমি আর আমি
তোমার রাজ্যের গতিসীমায়
আজও শুধু তুমি আর আমি।
www.bbcsangbad24.com